মসজিদে হামলা বিএনপি-জামায়াতের নাশকতারই অংশ : হানিফ
চট্টগ্রামে নৌবাহিনীর মসজিদে হামলার ঘটনা বিএনপি-জামায়াতের নাশকতার অংশ বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
urgentPhoto
হানিফের ভাষ্যমতে, যেদিন থেকে যুদ্ধাপরাধীর বিচার শুরু হয়েছে, সেদিন থেকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যর্থ হয়ে তারা (বিএনপি-জামায়াত) এখন চোরাগোপ্তা হামলা শুরু করেছে। এমনকি তারা বিদেশি নাগরিকদের হত্যা করেছে। এ হামলা তাদেরই নাশকতার অংশ।
আজ শনিবার ধানমণ্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহবুব-উল আলম হানিফ এসক কথা বলেন।
হানিফ বলেন, এসব হামলায় তাদের লক্ষ্য একটাই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা। দেশকে অস্থিতিশীল, জঙ্গিরাষ্ট্র বানানো এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, বর্তমান সরকারের উন্নয়ন পছন্দ করে না তারাই এগুলো করছে। এটা স্পষ্ট প্রমাণিত, বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে এগুলো করছে। এগুলো করে তারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ এবং সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের এই নেতা।
পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ব্যাপারে হানিফ বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক একাত্তরে ছিন্ন হয়েছে। বর্তমানে পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকলেই কি আর না থাকলেই কি। তাদের সঙ্গে রাষ্ট্রীয়ভাবে সম্পর্ক থাকবে কি না, সেটা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে। তবে আমি মনে করি বাংলাদেশের জনগণ একাত্তরেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।’
এর আগে রাজধানীর উদয়ন স্কুলে বঙ্গবন্ধু মেধাবৃত্তি ফাউন্ডেশনের লিখিত পরীক্ষা পরিদর্শন করেন হানিফ। তিনি বলেন, ২০০৫ সাল থেকে মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশ ও জাতির সঠিক ইতিহাস তুলে ধরা হয়।
ইস্যু তৈরি করতে বিএনপি বিভ্রান্তি ছড়াছে : মাহবুল-উল আলম হানিফ অভিযোগ করেন, রাজনৈতিক ইস্যু তৈরি করতে পৌরসভা নির্বাচনকে ঘিরে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে। মিথ্যাচারের মাধ্যমে সবাইকে বিভ্রান্ত করছে। বিএনপি নেতারা উসকানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন।
এ ব্যাপারে শিগগিরই নির্বাচন কমিশনে দলের পক্ষ থেকে অভিযোগ করা হবে বলে জানিয়েছেন হানিফ।
পৌরসভা নির্বাচনে আওয়ামী লগের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলের সিদ্ধান্তের কথা জানিয়ে হানিফ তৃণমূলের নেতাকর্মীদের কেন্দ্রের সিদ্ধান্ত মানার আহ্বান জানান।