জনগণ বিএনপিকেই ভোট দেবে, চ্যালেঞ্জ হান্নান শাহর
আসন্ন পৌরসভা নির্বাচনে জনগণ ধানের শীষেই ভোট দেবে দাবি করে সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
আজ রোববার রাজধানীতে মহান বিজয় দিবস উপলক্ষে ‘স্বাধীনতা ফোরাম’ নামে একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
urgentPhoto
হান্নান শাহ অভিযোগ করে বলেন, পৌর নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যরা আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব করলেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না নির্বাচন কমিশন। তিনি বলেন, নিরপেক্ষতা প্রমাণে নির্বাচন কমিশনের শেষ সুযোগ পৌর নির্বাচন।
বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশনকেও সাবধান করে দিচ্ছি, সরকারকেও সাবধান করে দিচ্ছি। কারণ, এটা ঢাকা শহরের মতো কনসেনট্রেটেড (কেন্দ্রীভূত) নয়, চট্টগ্রামের মতো কনসেনট্রেটেড নয়। এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে হবে।’
‘যদি মনে করে থাকেন, বিভিন্ন বাহিনী দিয়ে আপনারা জনগণকে দমিয়ে দেবেন, চেষ্টা করতে পারবেন, সফল হবেন না। এই সরকার জানে যে জনগণ তাদের চায় না। আগামী নির্বাচনেও তাদের ভরাডুবি হবে, চ্যালেঞ্জ করলাম। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে দাও, জনগণ দেখ কাকে ভোট দেয়। তারা কেবল ধানের শীষে ভোট দেবে’, যোগ করেন হান্নান শাহ।
এদিকে পৌর নির্বাচন নিয়ে ‘অল কমিউনিটি ফোরাম’ নামে একটি সংগঠন আয়োজিত অনুষ্ঠানে সারা দেশে গণগ্রেপ্তারের সমালোচনা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ক্ষমতাসীন দলের ক্যাডারের ভূমিকা পালন করছে।
হাফিজ উদ্দিন বলেন, ‘এই নির্বাচন দেওয়ার অর্থ কী, যদি সেখানে সবার জন্য সমান সুযোগ না থাকে? যদি সাধারণ মানুষ নিঃশঙ্কচিত্তে ভোটকেন্দ্রে যেতে না পারে, তাহলে এ ধরনের নির্বাচন শুধু আমাদের বিএনপি ও ২০-দলীয় জোটের নেতাকর্মীদের জীবন বিপন্ন করা হচ্ছে।’
বিএনপির এই নেতা আরো বলেন, ‘সরকারি দলের প্রার্থীরা যাতে বলপ্রয়োগ করে নির্বাচিত হতে না পারেন, সে ক্ষেত্রে নির্বাচন কমিশন বলিষ্ঠ ভূমিকা রাখবে, এটিই আমরা আশা করি। যদি তা না হয়, এই নির্বাচনের পর বিএনপি আবার আন্দোলনে যাবে। দেশনেত্রী খালেদা জিয়ার ডাকে আমরা আবার গণআন্দোলনে নামব। প্রথমেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার আগে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা সর্বশক্তি মাঠে নামব।’
নির্বাচনে কারচুপি হলে গণতন্ত্র একেবারেই বিদায় নেবে বলেও মন্তব্য করেন হাফিজ উদ্দিন।