নির্বাচন সুষ্ঠু না হলে আন্দোলনে নামবে বিএনপি : নোমান
দলীয় প্রতীকে কারচুপির নির্বাচন করে সরকার তার জনপ্রিয়তা দেখাতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। নির্বাচন সুষ্ঠু না হলে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে বিএনপি আবারও আন্দোলনে নামবে বলেও জানান নোমান।
urgentPhoto
বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনায় আবদুল্লাহ আল নোমান এই অভিযোগ করেন। জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপি সমর্থকদের ব্যাপারে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বাড়িতে থাকতে পারে না। বাড়িতে থাকলে তাকে গ্রেপ্তার করা হয়। অথবা বলা হয় নির্বাচনে যাবে না। কারা বলছে, প্রশাসনের ব্যক্তিরা। নির্বাচনী কোনো কর্মকাণ্ডে যেতে পারবে না, গেলে গ্রেপ্তার হবে। জাতীয় প্রতীক দিয়ে ভোট কেড়ে নিয়ে সারা বিশ্বকে দেখানোর চেষ্টা করা, যে আমরা নৌকায় এত ভোট পেয়েছি, ধানের শীষ এত ভোট পেয়েছে। আমি মনে করি এটা আহাম্মকের স্বর্গে তারা বাস করছে।’ তিনি আরো বলেন, ‘জোর করে ভোট নেবে, সারা বিশ্ব দেখবে। মেয়র আমি পাব না, রাজনীতির পক্ষের শক্তি আমি পাব।’