২০১৬ সালকে ‘পরিচ্ছন্ন বছর’ ঘোষণা দিলেন মেয়র খোকন
২০১৬ সালকে ‘পরিচ্ছন্ন বছর’ হিসেবে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। আজ বুধবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
২০১৬ সালের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন নগরীতে পরিণত করা হবে উল্লেখ করে মেয়র বলেন, এ লক্ষ্যে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।
সাঈদ খোকন জানান, অবৈধ উচ্ছেদ অভিযান জোরালো করে রাস্তা, ফুটপাত দখলমুক্ত করা হবে। তিনি বলেন, একই সঙ্গে পরিচ্ছন্নতার ব্যাপারে নাগরিকদের মানসিকভাবে প্রস্তুত করতে মেডিটেশনের মতো কর্মসূচিও নেওয়া হবে।