পৌরসভায় জাতীয় নির্বাচনের মহড়া, শ্রীপুরে হান্নান শাহ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘পৌরসভার নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের মহড়া হচ্ছে। দেশে জাতীয় নির্বাচন দেওয়া এখন জরুরি হয়ে পড়েছে। মানুষ এখন আর নৌকা চায় না।’
আজ বুধবার গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে মাস্টারবাড়ী বাজার এলাকায় বিএনপির মেয়র পদপ্রার্থী শহীদুল্লাহ শহীদের পক্ষে গণসংযোগের সময় বিএনপি নেতা এসব কথা বলেন।
হান্নান শাহ বলেন, ‘এই সরকার ভোট কারচুপি করতে অভ্যস্ত হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এখন সজাগ। তারা ভোট ছিনতাই এবং ভোট ডাকাতদের মোকাবিলা করতে প্রস্তুত। ভোট ডাকাতদের প্রতিহত করে ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটাররা সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবেন। আর এ পরিবেশ নিশ্চিত থাকলে কেউ ভোট ডাকাতির সাহস পাবে না। পুলিশও পারবে না সরকারের চাহিদা পূরণ করে বাহবা নিতে।’
বিএনপি নেতা বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে পুলিশের দাবি ছিল সাংবাদিকরা যেন ভোটকেন্দ্রে যেতে না পারে। এটি বাস্তবায়িত হলে তারা সরকারের নীলনকশার নির্বাচন পূরণ করার চেষ্টা করবে। পুলিশের এ আবেদনেই প্রমাণ হয় সরকার এখনো নীল নকশার ভেতরেই রয়েছে। তবে নির্বাচন কমিশন ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশাধিকার হরণ করেনি।’
নির্বাচনী পরিবেশের ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির নেতা বলেন, ‘ধীরে ধীরে অবস্থার অবনতি হচ্ছে। খালেদা জিয়া নির্বাচন কমিশনের কাছে পৌর নির্বাচনে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী মোতায়েন চেয়েছেন। নির্বাচন কমিশনার তার প্রয়োজন বোধ করেননি। তিনি হয়তো পত্রিকা পড়েন না। প্রায় প্রতিদিন খবর হচ্ছে আওয়ামী লীগ নিজেরা নিজেরা হানাহানি করছে। আর বিএনপিকর্মীদের হয়রানি করা তো চলছেই।’
এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মাওলানা এস এম রুহুল আমীন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, আলহাজ সিরাজ উদ্দিন কাঁইয়া, রিয়াজুল হান্নান, জাকির হোসেন মৃধা, হুমায়ুন কবির সরকার, অধ্যক্ষ ড. শহীদুজ্জামান, ডা. শফিকুল ইসলাম আকন্দ, শেখ আবদুর রাজ্জাক, মর্জিনা আফসার, কাজীম উদ্দিন আহমেদ, নাহীন আহমেদ মোমতাজী, মোছলেহ উদ্দিন মৃধা, এস এম আবুল কালাম আজাদ, আফাজ উদ্দিন প্রধান, শাহজাহান মোড়ল, আলহাজ আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আহমেদ সাইমুম প্রমুখ উপস্থিত ছিলেন।