সরকার কতটা নিচে নামতে পারে, তা দেখতেই নির্বাচনে বিএনপি
পৌরসভা নির্বাচনে বর্তমান সরকার কতটা নিচে নামতে পারে তা দেখতে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সরকারের অধীনে নির্বাচন কতটা যুক্তিসঙ্গত হয় তাও দেখতে চায় বিএনপি।
আজ বুধবার দুপুরে বান্দরবানের মধ্যমপাড়ায় পুরাতন রাজবাড়ি চত্বরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে উঠান বৈঠকে গয়েশ্বর চন্দ্র এসব কথা বলেন।
বান্দরবান পৌরসভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।
গয়েশ্বর চন্দ্র আরো বলেন, ‘আমাদের দেশে নামে গণমাধ্যম আছে, কিন্তু গণমাধ্যম কথা বলতে পারছে না। গণমাধ্যমের সীমাবদ্ধতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল। যেখানে গণতন্ত্র থাকে না, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকে না। যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকে না, সেখানে সাংবাদিকতার স্বাধীনতাও থাকে না।’
বিএনপি নেতা বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে তাঁদের। সংশয়ের কারণে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি।
গয়েশ্বর চন্দ্র অভিযোগ করেন, বিএনপির প্রার্থীদের ঘরে ঢুকে হামলা করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে পুলিশের গণগ্রেপ্তার-বাণিজ্য আরো বেড়েছে। দেশে এখন সরকার পুলিশকে নিয়ন্ত্রণ করে না, পুলিশ দেশ নিয়ন্ত্রণ করে।
উঠান বৈঠকে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী আবদুচ সালাম, উপজাতিবিষয়ক সম্পাদক মাম্যাচিং, নির্বাহী সদস্য মাহবুবুর রহমান শামিম, জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী, বিএনপির মেয়র পদপ্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা উপস্থিত ছিলেন।