পৌর নির্বাচন সুষ্ঠু না হলে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না : বি চৌধুরী
পৌর নির্বাচন সুষ্ঠু না হলে ভবিষ্যতে আর কোনো নির্বাচন সুষ্ঠু হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা (বি) চৌধুরী।
বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি জমির আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানায় এক আলোচনা সভায় বি চৌধুরী এ আশঙ্কা প্রকাশ করেন।
বি চৌধুরী বলেন, ‘নির্বাচনে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে নির্বাচন কমিশন তার নতজানুর পরিচয় দিয়েছে।’ নির্বাচন চলাকালে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা প্রধানমন্ত্রীর চেয়েও বেশি এমন মন্তব্য করে বি. চৌধুরী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সাবেক এই রাষ্ট্রপতি আরো বলেন, ‘সত্যিকার অর্থে নির্বাচন সঠিক হবে কি না স্বভাবতই আমরা সন্দেহ করি। যদি নির্বাচন সঠিক না হয়। ৫ জানুয়ারির নির্বাচন তো দেখলাম আমরা। এবার যদি নির্বাচন সঠিক না হয়, এটি কিন্তু পরিষ্কার হয়ে যাবে, ভবিষ্যতে আর কোনো নির্বাচন সঠিক হবে না। নির্বাচনের সঙ্গে সরকার ও সরকারপ্রধানকে জড়িয়ে ফেলেছে। নির্বাচন সঠিক না হলে এর ব্যর্থতার দায়ভার নির্বাচন কমিশনের পাশাপাশি সরকারকেও নিতে হবে।’