সরকার এখন ফেরাউনের ভূমিকায় : বিএনপি
বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, ‘যেকোনো বিরোধিতা এবং সমালোচনা দমন করতে সরকার এখন ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’
আজ শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী আহমেদ।
‘পৌর নির্বাচনে বিএনপিকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে’—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের এমন বক্তব্যকে বছরের শ্রেষ্ঠ তামাশা বলে মন্তব্য করেন রিজভী। এর প্রতিবাদ জানিয়েই এ সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিতে ঢাকা থেকে সন্ত্রাসী বাহিনী পাঠাচ্ছে সরকার। নির্বাচনী এলাকাগুলোতে বিএনপির প্রার্থী ও ভোটারদের হুমকি এবং নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
এ সময় সব বাধা উপেক্ষা করে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘নির্বাচন কমিশন একটি নিষ্ক্রিয় ডাকঘরে পরিণত হয়েছে। বজ্জাত, খুনি, দাম্ভিক ক্ষমতাদর্পী ও দাগি অপরাধীদের অপতৎপরতা অগ্রাহ্য করে নির্বাচনের দিন ভোট দিতে যেতে হবে।’