কারাগারে থেকে পাস বিএনপির গউছ
হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আবারও জয়ী হয়েছেন কারাবন্দি জি কে গউছ। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
আজ বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ১০ হাজার ৭৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন গউছ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. মিজানুর রহমান।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় গউছ এখন কারাগারে আছেন।
জি কে গউছ গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শরীফ উল্লাহকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। তিন দফা তদন্তের পর এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০১৪ সালের ২১ ডিসেম্বর সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হকের সঙ্গে জি কে গউছসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এর পরই মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হন গউছ।
ওই বছরের ২৮ ডিসেম্বর জি কে গউছ হবিগঞ্জের জজ আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান আদালত।
কারাগারে থাকা অবস্থায় চলতি বছরের ১৮ জুলাই জি কে গউছের ওপর হামলার ঘটনা ঘটে। হবিগঞ্জ জেলা কারাগারের কারাধ্যক্ষ শামীম ইকবাল জানান, সকাল ৯টার দিকে কারাগারের ভেতরে ঈদের জামাত শেষে বের হওয়ার পরই এক আসামি তাঁকে রড দিয়ে আঘাত করে। এতে তাঁর শরীর থেকে রক্ত বের হতে থাকে।