সাঈদীর পূর্ণাঙ্গ রায় প্রকাশ
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড দিয়ে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সংক্ষিপ্ত রায় ঘোষণার প্রায় পনের মাস পর আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৬১৪ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়।
সকালে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর ফাঁসির আদেশ দেন বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অপরাধের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় এবং এর মধ্যে দুটি অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
রায়ের প্রতিক্রিয়া হিসেবে এর পরদিন থেকেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-সংঘর্ষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা শুরু হয়। এর জের ধরে সারা দেশে সে সময় শতাধিক মানুষ নিহত হন।
রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেন সাঈদীর আইনজীবীরা। শুনানি শেষে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দেওয়া সাজার রায় কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ। প্রধান বিচারপতি ছাড়া বিচারপতি (বর্তমান প্রধান বিচারপতি) সুরেন্দ্র কুমার সিনহা ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আমৃত্যু কারাদণ্ডের পক্ষে রায় দেন। তবে বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়া সাঈদীকে খালাস দেন এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী তাঁকে মৃত্যুদণ্ড দেন।
এর আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ঘোষণা দিয়েছিলেন, সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তাঁর মৃত্যুদণ্ড চেয়ে রিভিউ করবে রাষ্ট্রপক্ষ।
তবে রায়ের বিরুদ্ধে রিভিউ করার ইচ্ছা নেই বলে জানিয়েছেন সাঈদীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পরই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও সাংবাদিকদের জানান তিনি।