খালেদা জিয়ার বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন করায় খালেদা জিয়ার বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই।
আজ মঙ্গলবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশে এ কথা বলেন তিনি। দশম জাতীয় সংসদ নির্বাচনের বার্ষিকীকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করছে আওয়ামী লীগ।
সমাবেশে হানিফ বলেন, ‘বিএনপির অভ্যন্তরে যাঁরা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন তাঁদের পাকিস্তানের দোসর খালেদা জিয়াকে দল থেকে অপসারণ করার জন্য বলব। তাহলেই কেবল বাংলাদেশের মানুষ বিএনপিকে কাছে টেনে নেবে। খালেদা জিয়া একাত্তরে পরাজিত রাজাকারদের ক্ষমতায় বসিয়েছেন। তিনি পাকিস্তানের দোসর হয়ে এ দেশে কাজ করছেন, বাংলাদেশের হয়ে নয়। তাই তাঁর পাকিস্তানে চলে যাওয়া উচিত।’
হানিফ আরো বলেন, তাঁর (খালেদা) নেতৃত্বেই জ্বালাও-পোড়াও করে দেশকে অস্থিতিশীল করেছে রাজাকাররা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। তিনি অস্থিতিশীল পরিস্থিতি প্রতিহত করে গণতন্ত্রকে রক্ষা করেছেন।
এর আগে বিকেল ৩টায় সমাবেশের শুরুতে বক্তব্য দেন ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সোহাগ। এরপর বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি সেলিম ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আবদুল মতিন খসরু, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, এনামুল হক শামীম, বদিউজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত রয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের দলীয় কার্যালয় পর্যন্ত সমাবেশের জন্য সীমানা বেঁধে দিয়েছে। এ ছাড়া রাজধানীর রাসেল স্কয়ারেও আরেকটি সমাবেশ করছে আওয়ামী লীগ।