দেশের জনগণ ক্রীতদাসে পরিণত হয়েছে : আ স ম রব
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব বলেছেন, সরকার দেশের সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। দেশের জনগণ আজ ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বঞ্চিত হয়ে একধরনের ক্রীতদাসে পরিণত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা জেএসডির কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে আ স ম রব এসব কথা বলেন।
আ স ম আবদুর রব বলেন, দেশে এখন এক ব্যক্তির শাসন চলছে। সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও বিরোধী দলকে মিছিল মিটিং করতে দিচ্ছে না। যে সরকার ভোট ডাকাতির কাজে প্রশাসন ও পুলিশকে ব্যবহার করে তাদের পক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা মোটেই সম্ভব নয়। সরকারের দুর্নীতি-দুশাসনের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের সংগ্রাম চালিয়ে চাওয়ার আহ্বান জানান তিনি।
জেএসডির সভাপতি বলেন, আওয়ামী লীগের ভুল রাজনীতি দেশকে চরম ঝুঁকিতে ফেলে দিয়েছে। রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্র-ক্ষমতা সব ক্ষেত্রেই এ ঝুঁকি বিদ্যমান। রাষ্ট্রীয় ও সাংবিধানিক সব প্রতিষ্ঠান থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব কিছুরই নৈতিক অধঃপতন ঘটেছে। সরকারের উন্নয়ন উন্মাদনায় দেশের জমি-নদী-বন ও ব্যাংক সব কিছু উজাড় হয়ে যাচ্ছে।
জেলা জেএসডির আহ্বায়ক আবদুল জলিল চেয়ারম্যানের সভাপতিত্বে ও সদস্য শহীদুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে আরো বক্তব্য দেন জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য তানিয়া রব, অ্যাডভোকেট কাউসার নিয়াজী প্রমুখ।