লক্ষ্মীপুরে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় গৃহকর্ত্রী রাশেদা বেগমকে (২৪) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মো. সুমনের (৩০) বিরুদ্ধে। ঘটনার পর থেকে সুমন পলাতক।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রববাজার থেকে রাশেদার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাশেদা বেগম রববাজার এলাকার মৃত তাজুল হকের মেয়ে। সুমন কুমিল্লার বালুতুলার বাচ্চু মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. মহিন উদ্দিন পরিবারের বরাত দিয়ে বলেন, পাঁচ বছর আগে রাশেদা ঢাকায় পোশাক কারখানায় চাকরির জন্য আসেন। এ সময় সুমনের সঙ্গে রাশেদার প্রেম করে বিয়ে হয়। এর পর থেকে সুমন কমলনগরের শ্বশুরবাড়িতেই থাকতেন।
মহিন উদ্দিন আরো বলেন, দীর্ঘদিন থেকে সুমন যৌতুকের জন্য স্ত্রী রাশেদাকে মারধর করে আসছিলেন। ধারণা করা হচ্ছে, দাবি করা ৩০ হাজার টাকা যৌতুক হিসেবে না পেয়ে গতকাল রাতে রাশেদাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান সুমন।
কমলনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এএসআই।