পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আলটিমেটাম
পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার জন্য বাংলাদেশ সরকারকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে গণজাগরণ মঞ্চ।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন।
বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে পাকিস্তান থেকে প্রত্যাহারের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইমরান বলেন, ‘সরকারকে ৭২ ঘণ্টার সময় দিচ্ছি। এই ৭২ ঘণ্টার মধ্যে এই কূটনীতিকদের (পাকিস্তান) ফেরত পাঠাতে হবে। এবং উপযুক্ত জবাব দিয়ে সরকারকে দেখাতে হবে, বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধ ও আত্মমর্যাদার প্রশ্নে কোনো আপস করে না। সেটি সরকারকে দেখাতে হবে। যদি ৭২ ঘণ্টার মধ্যে ফেরত না নেওয়া হয়, তাহলে আমরা আবারও পাকিস্তানের হাইকমিশন করব, প্রয়োজনে আবারও পাকিস্তানের পণ্য বর্জন কর্মসূচি আবারও গ্রহণ করব।’
দরকার হলে পর্যায়ক্রমে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে জানিয়ে ইমরান এইচ সরকার বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদেরও ফিরিয়ে নেওয়ার দেশটির সরকারের প্রতি আহ্বান জানান।