আলোচনা করবেন, আন্দোলনেও থাকবেন শিক্ষকরা
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠক করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আন্দোলনরত শিক্ষকদের নেতারা। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, আলোচনার মাধ্যমে চলমান শিক্ষকদের আন্দোলনের সমাধান করা যাবে।
তবে শিক্ষকরা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশা করলেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
সচিবালয়ে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের সঙ্গে শিক্ষক আন্দোলনের প্রতিনিধি হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল ও সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ।
শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, শিক্ষকদের সঙ্গে অত্যন্ত খোলামেলা ও অন্তরঙ্গ পরিবেশে আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, সরকার বরাবরই শিক্ষকদের অধিকার রক্ষায় সচেষ্ট। শিক্ষকদের এই দাবিদাওয়াগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমদ বলেন, ‘মন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরাও চাই আলোচনার মাধ্যমে শিক্ষকদের দাবিদাওয়াগুলোর সমাধান হোক।’ তিনি আরো বলেন, শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন যে, সংকট সমাধানে তিনি আন্তরিকভাবে চেষ্টা করবেন।
শিক্ষকদের পরবর্তী কর্মসূচি কী হবে এই প্রশ্নের জবাবে ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আলোচনা চলবে একই সঙ্গে কর্মসূচিও চলমান থাকবে। আজকের আলোচনায় কোনো সমাধান হয়নি।
নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন কাঠামো নিয়ে সমস্যা নিরসনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণ কর্মবিরতি চলছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে গতকাল সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এই পূর্ণ কর্মবিরতি কর্মসূচি শুরু হয়েছে।