সরকার ও দুদক মিলে ষড়যন্ত্র করছে : রিজভী আহমেদ
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, ‘জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার জন্য সরকার ও দুর্নীতি দমন কমিশন (দুদক) মিলে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে।’
আজ মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার নাছির নগরে মন্ত্রীর নির্দেশে মসজিদ ও মাদ্রাসা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে করা শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ হামলা চালিয়ে ছাত্র হত্যা করেছে।’
রিজভী আহমেদ আরো বলেন, ‘অবৈধ শাসকগোষ্ঠী জনগণের রক্ত নিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করছে। একদিন এ রক্তের ঋণ মহামূল্যে পরিশোধ করতে হবে তাদের।’ তিনি আরো বলেন, ‘বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আবারও সমন জারি করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমান, শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, আমজাদ হোসেন, মিজানুর রহমান পিন্টু, খাজা বুলবুল, শাহীন শেখ রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।