কবি রফিক আজাদ অসুস্থ, বিএসএমএমইউতে স্থানান্তর
বিশিষ্ট কবি রফিক আজাদকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
এর আগে কবি রফিক আজাদকে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কারণে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়।
বার্তা সংস্থা বাসস জানায়, বৃহস্পতিবার রাতে কবি রফিক আজাদ তাঁর বাসায় চেয়ারে বসা অবস্থায় হঠাৎ পড়ে যান। তাঁকে সঙ্গে সঙ্গে বারডেম হাসপাতালে নেওয়া হয়। বারডেমে শয্যা না পাওয়ায় তাঁকে দ্রুত আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হয়।
কবি রফিক আজাদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও ফুসফুস জটিলতায় ভুগছেন।
রফিক আজাদ ১৯৪১ সালের ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইল থানার গুণী গ্রামে জন্মগ্রহণ করেন।
রফিক আজাদের কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘অসম্ভবের পায়ে’, ‘সীমাবদ্ধ জলে সীমিত সবুজে’, ‘চুনিয়া আমার আর্কেডিয়া’, ‘পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি’, ‘কোনো খেদ নেই’ ‘প্রিয় শাড়িগুলো’। বিশেষ করে তিনি ‘ভাত দে হারামজাদা’ কবিতার জন্য বাংলা সাহিত্য মহলে জনপ্রিয়।
কবি রফিক আজাদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল পুরস্কার, কবি হাসান হাফিজুর রহমান প্রভৃতি পুরস্কারে ভূষিত হয়েছেন।