সাক্ষী না রাখতেই দুই শিশুকে হত্যা : র্যাব মহাপরিচালক
হত্যাকাণ্ডের কোনো সাক্ষী না রাখতেই নারায়ণগঞ্জে দুই শিশুকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।
আজ রোববার খুনের ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা জানান র্যাব মহাপরিচালক।
বেনজীর আহমেদ বলেন, ‘হত্যাকাণ্ডে যাতে কোনো সাক্ষী না থাকে, সে কারণে শিশু দুটিকেও হত্যা করা হয়েছে। শিগগিরই হত্যার সব তথ্য-উপাত্ত আমরা পেয়ে যাব।’
একই পরিবারের পাঁচ সদস্যকে হত্যার ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন র্যাবের মহাপরিচালক।
গতকাল শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইলের একটি বাসায় ঢুকে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তিরা হলেন—গাড়িচালক শফিকুল ইসলামের স্ত্রী তাসলিমা (৩৫), তাঁর ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ভাই মোরশেদুল (২৫) ও জা লামিয়া (২৫)।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন নিহত তাসলিমার স্বামী শফিকের বোনের ছেলে মাহফুজ, তাসলিমার বড় বোনের ছেলে শাহজাদা ও নিহত লামিয়ার স্বামী শরীফ।
এদিকে, স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে হত্যার ঘটনায় নারায়ণগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করতে যাচ্ছেন নিহত তাসলিমার স্বামী শফিক।