জনগণ অধিকার ফিরে পেতে চায় : নোমান
এই অবৈধ সরকারের কাছ থেকে জনগণ তাদের অধিকার ফিরে পেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলে নোমান এ মন্তব্য করেন। খিলগাঁও থানা ছাত্রদল সাধারণ সম্পাদক শহীদ নুরুজ্জামান জনি ও নিউমার্কেট থানা ছাত্রদল নেতা মাহবুবুর রহমান বাপ্পীর প্রথম শাহাদাতবার্ষিকীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির নেতা আরো বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় যাঁরা আত্মাহুতি দিয়েছে মানুষ তাঁদের আজীবন স্মরণ রাখবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার তাঁরা শহীদ হয়েছেন। যাঁরা গুম খুনের শিকার হয়েছেন, তাঁদের জাতি স্মরণ রাখবে।
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘দেশে আজ নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে, দেশের অর্থনৈতিক অবস্থা সংকটাপন্ন।’ তিনি বলেন, ‘কর্তৃত্ববাদী সরকারের জনগণের ওপর আস্থা নেই। জনগণ ৫ জানুয়ারি তাদের ভোট না দিয়ে নীরব প্রতিবাদ জানিয়েছে। বন্দুকের জোরে দেশ শাসন করছে সরকার। বুলেটের চেয়েও শক্তিশালী ব্যালট।’
ছাত্রদলের সহসভাপতি এজমল হোসেন পাইলটের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মানবাধিকার সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।
স্মৃতিচারণা করেন শহীদ জনির বাবা ইয়াকুব আলী, শহীদ বাপ্পির বড় বোন ঝুমুর আক্তার, সবুজবাগ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, খিলগাঁও থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মানিক, নিউমার্কেট থানা ছাত্রদল নেতা গাজী মনিরুজ্জামান ও সোহেল খান, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হারুন, ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ওবায়দুল হক নাসির, সাবেক ছাত্রনেতা আবদুল হাই পল্লব, ঢাকা মহানগর ওলামা দল সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, ছাত্রদলের সহসভাপতি তারেক উজ্জামান তারেক, আলমগীর হাসান সোহান, মাসুদ খান পারভেজ, নাজমুল হাসান, মনিরুল ইসলাম মনির, নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ, ইখতিয়ার রহমান কবীর, জয়দেব জয়, মনিরা আক্তার রিক্তা, যুগ্ম সম্পাদক আবদুর রহিম হাওলাদার সেতু, মফিজুর রহমান আশিক, মামুন হোসেন ভূঁইয়া, শহীদুল ইসলাম সোহেল, আবু বকর সিদ্দিক পাভেল, সেলিনা সুলতানা নিশিতা, এস এম কবীর, সহসাধারণ সম্পাদক মো. উল্লাহ চৌধুরী ফয়সাল, আরিফা সুলতানা রুমা, রাজীব আহসান পাপ্পু, নোমান হাসনাত, সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, গোলাম আজম সৈকত, উজ্জ্বল হোসেন, শাহীনুর বেগম সাগর, আশরাফ ফারুকী, মিনহাজুল ইসলাম ভূঁইয়া, মো. আবদুস সাত্তার পাটোয়ারী, মাকসুদ উল্লাহ, আরাফাত বিল্লাহ খান, স্বপন মণ্ডল।