সচিবালয়ের ফটকের কাছে বিস্ফোরণ
সচিবালয়ের ৩ নম্বর ফটকের বাইরে বিদ্যুৎ ভবনের পূর্ব পাশে আজ বেলা ১১টার দিকে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সচিবালয়, বিদ্যুৎ ভবনসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে আটক করা হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সচিবালয়ের গেটের বাইরে ও বিদ্যুৎ ভবনের সামনে দুষ্কৃতকারীরা দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিস্ফোরিত হয়, অন্যটি আংশিক বিস্ফোরিত হয়। এ সময় বিদ্যুৎ ভবনের বাইরের সিসি ক্যামেরা বন্ধ ছিল। এতে ধারণা করা হচ্ছে, সেখানকার কোনো কর্মচারী ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো জানান, ককটেল নিক্ষেপকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে।