দেশের পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশের পরিস্থিতি ক্রমান্বয়ে ভালোর দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ককটেল ও পেট্রলবোমা হামলাকারীরা ধরা পড়ছে। ক্রমান্বয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
আজ রোববার দুপুর ১২টায় রাজধানীর সচিবালয়ে অমর একুশে বইমেলা ও একুশে ফেব্রুয়ারির নিরাপত্তার প্রস্তুতি বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের একটি বৈঠকে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বইমেলা ও একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।
এসএসসি পরীক্ষার বিষয়ে আসাদুজ্জামন খাঁন কামাল বলেন, শিক্ষামন্ত্রী পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত নিলে পরীক্ষা ও পরীক্ষার্থীদের নিরাপত্তা বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ভূমিকা রাখবে। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে সরকার কাজ করবে।
খালেদা জিয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাঁর বিরুদ্ধে মামলা আছে। আদালত তাঁর বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেবে সরকার তা বাস্তবায়ন করবে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।