দুর্নীতি প্রতিরোধে উন্নতি হয়নি : অর্থমন্ত্রী
দুর্নীতি প্রতিরোধে কোনো অগ্রগতি হয়নি বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে বের হওয়ার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।urgentPhoto
জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) দুর্নীতি ধারণা সূচক (সিপিআই) প্রকাশ করে। এতে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম।
মুহিত বলেন, ‘কোনো ইম্প্রুভমেন্ট (উন্নতি) হয়নি বলে আমার ধারণা। আমি এটা বলি যে, এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই না। এটা আমরা এখনো টাচ-ই (স্পর্শ) করতে পারি নাই।’
এরপর সাংবাদিক এ বিষয়ে জানতে প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের একটি উদাহরণ দেই। সেটা হলো- সিলেটের মদনমোহন কলেজের আয়-ব্যয়ের হিসাব ডিজিটাল পদ্ধতির আওতায় আনার ফলে বার্ষিক আয় আট লাখ টাকা থেকে বেড়ে এখন ৮২ লাখ টাকা হয়েছে। এটাও দুর্নীতি কমে আসার একটা লক্ষণ।’
মন্ত্রী বলেন, ‘দুর্নীতি রোধে আমাদের অনেক পদক্ষেপ রয়েছে।’ তিনি বলেন, ‘হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। এ ছাড়া দুর্নীতির অভিযোগে একটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদেরও জেলে যেতে হয়েছে। এটা আমাদের সময়েই হয়েছে। আগে দুর্নীতি হয়েছে, তবে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’