রংপুরে নির্মাণাধীন মসজিদের ছাদ ধসে ১৫ জন আহত
রংপুর নগরে নির্মাণাধীন একটি মসজিদের ছাদ ধসে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটার পর থেকে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ধসে পড়া ছাদের নিচে এখনো লোকজন চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আহত কয়েকজন জানান, দুপুর ১টার দিকে নগরের খামারপাড়া এলাকায় তাবলিগ জামাতের মারকাস মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় হঠাৎ রড বিছানো ও ঢালাই করা পুরো ছাদ ধসে দেবে যায়। এ সময় সেখানে ঢালাইয়ের কাজে কর্মরত শ্রমিক, মিস্ত্রিসহ মসজিদে উপস্থিত বেশ কয়েকজন চাপা পড়ে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে যান। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এখনো তা অব্যাহত রয়েছে।
ঘটনার পরপর রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ১১ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
রংপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার সাইদুল ইসলাম এনটিভিকে জানান, ‘ঢালাইয়ের সময় যে পরিমাণ কলাম দেওয়া উচিত ছিল তা না দেওয়ায় এবং প্রয়োজনীয় পরিমাণে নির্মাণসামগ্রী ব্যবহার না করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’
জেলা প্রশাসক ফরিদ আহমদ জানান, ঘটনা তদন্তে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে এক হাজার করে টাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।