ঘন কুয়াশায় বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে এ নৌরুটে ফেরি পারাপার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
কুয়াশায় দিক হারিয়ে মাঝনদীতে নোঙর করে আছে যাত্রী ও যানবাহনবোঝাই একটি ফেরি। এ ছাড়া এরই মধ্যে ফেরি পারাপারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় আটকে পড়েছে বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের দুই শতাধিক যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, মঙ্গলবার ভোরে পদ্মা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। সকাল ৭টার দিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে এই নৌপথ। যাত্রী ও যানবাহন পারাপার করতে গিয়ে কুয়াশায় দিক হারিয়ে রো রো (বড়) ফেরি শাহ মখদুম মাঝনদীতে নোঙর করে আছে।
এ ছাড়া পাটুরিয়া ঘাটে পাঁচটি ও দৌলতদিয়া ঘাটে ১০টি ফেরি পন্টুন ও এর পাশে অবস্থান করছে বলেও জানান মহিউদ্দিন রাসেল।
কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চালু করা হবে। তখন অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া যানবাহনগুলো পারাপারের ব্যবস্থা করা হবে বলে জানান এই বিআইডব্লিইটিসি কর্মকর্তা।