‘যত বাধাই আসুক, রাজপথে থাকবে গণজাগরণ মঞ্চ’
যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের তৃতীয় বছর পূর্তি পালিত হলো আজ শুক্রবার। নানা আয়োজনে পালন করা হলো আজকের এই দিনটি। এদিনে গণমাধ্যমের কাছে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, যত বাধাই আসুক, রাজপথে থেকে আগামী দিনে দাবি আদায় করবে গণজাগরণ মঞ্চ। এ ছাড়া এদিন যতদ্রুত সম্ভব জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানান ইমরান এইচ সরকার।
তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ শুক্রবার সকালে বের করা হয় ‘জাগরণ যাত্রা’ শীর্ষক শোভাযাত্রা। ‘জামায়াত নিষিদ্ধ করো’, ‘আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না’ এ রকম বিভিন্ন স্লোগানসংবলিত ফেস্টুন, প্লাকার্ড ও যুদ্ধাপরাধীদের ব্যঙ্গচিত্র নিয়ে গণজাগরণ মঞ্চের কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি রাজধানীর শাহবাগ থেকে শুরু করে রূপসী বাংলা হোটেল মোড় ঘুরে টিএসসি, চারুকলা হয়ে শাহবাগে এসে শেষ হয়।
বিকেলে আয়োজন করা হয় রাজধানীর বিভিন্ন স্কুলের খুদে শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘রঙ-তুলিতে স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রতিযোগিতায় রংতুলির আঁচড়ে উঠে আসে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার ও রাজাকারদের গণহত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ ও বর্বরতা, তাদের বিরুদ্ধে মুক্তিবাহিনীর যুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা লাভের দৃশ্যপট। উঠে আসে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল-সবুজের জাতীয় পতাকা, বায়ান্নার ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের নিদর্শন শহীদ মিনার, মুক্তিযুদ্ধে চেতনায় স্বপ্নের বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশের চিত্র।
এরপর বিকেলে বর্ষপূর্তির আলোচনা অনুষ্ঠানে ইমরান এইচ সরকার বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের এই আন্দোলন অব্যাহত থাকবে।’ এ ছাড়া সমাজের অন্যায় ও অপরাধের বিরুদ্ধেও তাঁরা সোচ্চার থাকবেন বলেও অঙ্গীকার করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের যাত্রা শুরু হয়েছিল। বিভিন্ন চড়াই-উৎরাই পার করে শুক্রবার সংগঠনটি তিন বছর অতিক্রম করল। তিন বছর পূর্তি উপলক্ষে ‘নির্ভয় চিত্তে মুক্তির সংগ্রামে অবিরাম’ স্লোগানকে সামনে রেখে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।