শিশু আবদুল্লাহ হত্যা
র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ প্রধান আসামি নিহত
ঢাকার কেরানীগঞ্জে শিশু আবদুল্লাহ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামি মোতাহার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জের চিতাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
আজ সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩০ জানুয়ারি কেরানীগঞ্জের মুগারচর এলাকা থেকে অপহরণ করা হয় কুয়েতপ্রবাসী বাদল মিয়ার ১১ বছর বয়সী ছেলে আবদুল্লাহকে। পরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এই দাবির মুখে দুই লাখ টাকা বিকাশ করা হয় অপহরণকারীর ফোনে। তবে এর পর থেকে বন্ধ পাওয়া যায় অপহরণকারীর মোবাইল ফোন।
এর পর ২ ফেব্রুয়ারি দুপুরে আবদুল্লাহদের বাড়ি থেকে কিছুদূরে মোতাহারের বাড়িতে একটি ড্রামের ভেতর থেকে উদ্ধার করা হয় শিশুটির লাশ।