খালেদা জিয়ার এজেন্ডা বাস্তবায়ন করছেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারাঙ্গনকে বিতর্কিত করে চলছেন। রাজনৈতিক বক্তব্য দিয়ে খালেদা জিয়ার এজেন্ডা বাস্তবায়ন করছেন।’
আজ সোমবার বিকেল ৩টার দিকে সুপ্রিম কোর্টের বাইরে মাজার গেটের পাশে রাস্তার ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে বিচারপতি মানিক এসব মন্তব্য করেন। তিনি অবিলম্বে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেন।
অবসরের পর লেখা রায় ফেরত দেওয়া নিয়ে প্রধান বিচারপতির নির্দেশ সম্পর্কে শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘আমি তাঁর কোনো আদেশ মানি না, মানব না। এটি অবৈধ আদেশ। সংসদেও তাঁর বক্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে। আজকে আমি আমার লিখিত কয়েকটি রায় ও আদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. ইমান আলীর কাছে জমা দিচ্ছি। গতকাল সন্ধ্যায় আমার লিখিত রায় ও আদেশগুলো নিতে রাজি হন আপিল বিভাগের অপর বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা। আমি অবসরে যাওয়ার পর আমার রুমে প্রধান বিচারপতি তালা দিয়েছেন এবং আমার সব কর্মচারী, কাগজপত্র, কম্পিউটার নিয়ে গেছেন। এ কারণে আমি রায় লিখতে পারছি না। হাতে-কলমে রায়গুলো লিখে যাচ্ছি।’