প্রসিকিউটর মোহাম্মদ আলীকে প্রত্যাহার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে ট্রাইব্যুনালের সব কার্যক্রম থেকে সাময়িক প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে মোহাম্মদ আলীকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর কর্তৃক এক অফিস আদেশে প্রসিকিউটর মোহাম্মদ আলীকে আলবদর শামসুল হক গং ও হোসেন তরফদার এবং অন্যান্য মামলার কার্যক্রম থেকে প্রত্যাহার করা হলো।’
‘পুনর্নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন কোনো মামলা পরিচালনার কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হলো। এ আদেশ জনস্বার্থে দেওয়া হলো’, যোগ করা হয় আদেশে।