‘আপনারা বাংলার হৃদয় থেকে মুছে যাচ্ছেন’
কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘আপনারা বাংলার হৃদয় থেকে মুছে যাচ্ছেন। বাংলার মানুষের হৃদয়কে অপমান, অপদস্থ করছেন, ক্ষত-বিক্ষত করছেন। জনগণের ইচ্ছা-অনিচ্ছার কোনো মূল্য আপনারা দিচ্ছেন না।’
আজ রোববার রাজধানীর মতিঝিলে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে কাদের সিদ্দিকী সাংবাদিকদের এ কথা বলেন। চলমান সংকট নিরসনে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সংলাপে বসার দাবি জানিয়ে গত ২৮ জানুয়ারি থেকে অবস্থান করছেন তিনি।
এসএসসি পরীক্ষার সময় অবরোধ প্রত্যাহারের অনুরোধ করে কাদের সিদ্দিকী বলেন, ‘আজ ২৬টা দিন চলছে খালেদা জিয়া অবরোধ ডেকেছেন। ২৬ দিন কেন একটানা ছয় মাসের হরতাল দিন, অবরোধ দিন। যদি আমাদের মানুষ বলে মনে করেন, তবে আমরাও তার সাথে যুক্ত হব। কিন্তু আগামীকাল আমাদের বাচ্চাদের পরীক্ষা। এটা প্রত্যাহার করুন। বাচ্চাগুলোকে পড়তে দিন।’
কাদের সিদ্দিকী আরো বলেন, ‘আমরা তো মানুষ হতে পারলামই না। আমাদের নতুন প্রজন্ম যাতে ধ্যানে,জ্ঞানে,বিদ্যা ও বুদ্ধিতে মানুষ হতে পারে। তাদের কি মানুষ হওয়ার সুযোগ আমরা দিব না? আমরা কি এতই অপদার্থ? আমরা কি এতই নিজের স্বার্থে অন্ধ? তিনি আরো বলেন, ‘বিএনপি বা লন্ডন থেকে তারেক রহমান যদি মনে করে থাকেন তারা এভাবে দেশে হরতাল অবরোধ দিয়েই জয়ী হয়ে যাবেন, তবে তাঁরা আহাম্মকের স্বর্গে বাস করছেন।’
কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনাদের আলোচনা করতে বলেছি। আপনার (শেখ হাসিনার) দুর্দিনে কেউ ছিল না। আমি পাশে ছিলাম। দেশের স্বার্থে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আপনি বলবেন যে প্রয়োজন হলে একটি চাড়ালের সঙ্গে কথা বলব দেশকে বাঁচানোর জন্য।’ অবস্থান ধর্মঘটের সময়সীমা নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘যতক্ষণ এখানে বসলে দেশের শান্তি আসে আমি ততক্ষণ এখানে বসতে চাই। তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন ২০১৯ সালে নির্বাচন দিবেন। নির্বাচনের জন্য আমি এখানে বসিনি। শান্তির জন্য বসেছি।’