সাভারে লাইসেন্সবিহীন গাড়ির চালকদের জরিমানা
সাভারে লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে চালকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪০টি যানবাহন জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুস সালাম।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে এ অভিযানের কারণে মহাসড়কে যাত্রীবাহী বাসের সংখ্যা তুলনামূলকভাবে কমে যায়। এ ছাড়া যানবাহন জব্দ করে ডাম্পিংয়ে পাঠানোয় অনেক যাত্রী দুর্ভোগে পড়েন।
মুহাম্মদ আব্দুস সালাম বলেন, ‘অভিযানে ফিটনেস না থাকায় ৪০টি বাস, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। বাসগুলোর মালিকদের আগেই সতর্ক করে মামলা দেওয়া হয়েছিল। এরপরও তারা বাস ঠিক করেনি। তাই এবার মামলা না দিয়ে আটটি বাস সরাসরি ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। আর বাকি ৩২টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং চালকদের ছয় হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালাচ্ছে। পরিস্থিতি সহনশীল না হওয়া পর্যন্ত ফিননেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এদিকে স্থানীয় লোকজন ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা নিরাপদ সড়কের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
অভিযানের সময় বিআরটিএর জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে বিভিন্ন ধরনের লিফলেটও বিতরণ করা হয়।
ক্যাপশন :
সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে আজ মঙ্গলবার লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে চালকদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি