স্বাভাবিক পাটুরিয়া-দৌলতদিয়ার ফেরি
কুয়াশা কেটে যাওয়ায় স্বাভাবিক হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ পথে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে ভোর সোয়া ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
এরই মধ্যে মাঝনদীতে নোঙর করা যাত্রী ও যানবাহনবোঝাই পাঁচটি ফেরি ঘাটে এসে পৌঁছেছে। এ ছাড়া ঘাট থেকে ফেরিগুলো যার যার গন্তব্যস্থলের দিকে যাত্রা করেছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, আজ ভোরে পদ্মা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। সোয়া ৫টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে এই নৌপথ। এ সময় যাত্রী ও যানবাহন পারাপার করতে গিয়ে কুয়াশায় দিক হারিয়ে রো রো (বড়) বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, খানজাহান আলী, ইউটিলিটি (মাঝারি) চন্দ্র-মল্লিকা, শাপলা-শালুক এবং কে-টাইপ (ছোট) কাবেরী ফেরি মাঝনদীতে নোঙর করে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে কুয়াশা কমে গেলে সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল ফের শুরু হয়।
এদিকে, প্রায় সাড়ে চার ঘণ্টা ফেরি পারাপার বন্ধ থাকায় উভয় পারের ঘাট এলাকায় দুই শতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে পড়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এগুলো পারাপারের ব্যবস্থা করা হবে জানিয়েছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।