রামপাল প্রকল্প, সরকারি সমীক্ষা বাতিলের দাবি
রামপাল বিদ্যুৎ প্রকল্পের সরকারি পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন বাতিল করে জাতিসংঘের নেতৃত্বে নিরপেক্ষ বিজ্ঞানভিত্তিক সমীক্ষা পরিচালনার দাবি জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। নতুন প্রতিবেদন তৈরি না হওয়া পর্যন্ত রামপাল বিদ্যুৎ প্রকল্পের স্থগিত রাখার দাবি জানিয়েছে ওই সংগঠন।
সুন্দরবন দিবস উপলক্ষে আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক সুলতানা কামাল এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে সুলতানা কামাল বলেন, ‘রামপাল বিদ্যুৎ প্রকল্পের সরকারি পরিবেশগত প্রতিবেদন অবিলম্বে বাতিল করতে হবে। জাতিসংঘের নেতৃত্বে একটি আন্তর্জাতিক, নিরপেক্ষ ও বিজ্ঞানভিত্তিক পরিবেশগত সমীক্ষা পরিচালনা করতে হবে। এবং তার প্রতিবেদন চূড়ান্ত না হওয়া পর্যন্ত রামপালা ও ওরিয়ন প্রকল্পের কাজ স্থগিত করতে হবে।’
সুলতানা কামাল আরো বলেন, ‘সুন্দরবনের পার্শ্ববর্তী বা অভ্যন্তরীণ নির্মাণাধীন ও পরিকল্পিত অন্যান্য সরকারি বেসরকারি প্রকল্প ও স্থাপনা বাতিল ও অপসারণ করতে হবে।’
সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দেশের স্বার্থেই সুন্দরবনে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সংগঠনের দ্বারা সমীক্ষা পরিচালনা করা উচিত।’ সরকারি সমীক্ষার ওপর নির্ভর করে রামপাল প্রকল্প এগিয়ে নিলে তা সুন্দরবন ও দেশের জন্য ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করেন তিনি।