নীলফামারীতে জামায়াতের ৮ নেতাকর্মী কারাগারে
নীলফামারী সদর উপজেলার রামগঞ্জে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও হত্যা মামলায় জামায়াতে ইসলামীর আট নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
জামায়াতের নেতাকর্মীরা আজ রোববার নীলফামারী সদর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. সামিউল ইসলাম তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খায়রুল আনাম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল মালেক, জামায়াতকর্মী আলমগীর হোসেন, মনিরুজ্জামান, বাছির আলী, আশরাফুল ইসলাম, আব্দুস সালাম ও ইব্রাহীম।
২০১৩ সালের ১৪ ডিসেম্বর জেলা সদরের রামগঞ্জ বাজারে সে সময়ের সংসদ সদস্য ও বর্তমান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও পরে সংঘর্ষে আওয়ামী লীগের চারজন নেতাকর্মীসহ পাঁচজন নিহত হয়।
এ ঘটনায় নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আকতার বাদী হয়ে ১৮ দলীয় জোটের ১৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড় হাজার ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি ছিলেন জামায়াতের উল্লেখিত নেতাকর্মীরা।