২০৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
নীলফামারী সদর উপজেলার রামগঞ্জে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক খায়রুল আনাম ও সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু হেলালসহ ২০৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
আজ রোববার নীলফামারীর মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা এনটিভি অনলাইনকে বলেন, দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
২০১৩ সালের ১৪ ডিসেম্বর সদর উপজেলার পলাশবাড়ী ও লক্ষ্মীচাপ ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান সংসদ সদস্য আসাদুজ্জামান। ফেরার পথে রামগঞ্জ বাজারে সংঘর্ষ ও হামলায় পাঁচজন নিহত হন। সংঘর্ষের ঘটনায় নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আখতার বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড়শজনকে আসামি করে মামলা করেন। পরে সংঘর্ষ ও হামলায় নিহত এক কৃষক লীগ নেতার ভাই আরেকটি মামলা করেন। দুটি মামলার তদন্ত একত্রে করে আদালতে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেন বিচারক।
এ ঘটনার পরবর্তী এক মাসে বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের পাঁচ নেতাকর্মীর লাশ পাওয়া যায়।