পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশায় বন্ধ থাকার দুই ঘণ্টা পর মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া পর্যন্ত নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে ভোর সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ওই সময় মাঝনদীতে আটকা পড়ে বড় ও মাঝারি আকারের পাঁচটি ফেরি।
ফেরি বন্ধ ও চালু হওয়ার বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ঘন কুয়াশায় তীব্রতা বেড়ে গেলে সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়। ওই সময় মাঝনদীতে আটকা পড়ে পাঁচটি ফেরি। পাটুরিয়া ঘাটে ছয়টি আর দৌলতদিয়ায় পাঁচটি ফেরি আটকা পড়ে।
এদিকে, ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা কয়েকশ গাড়ি ধীরে ধীরে গন্তব্যে যেতে শুরু করেছে।