আলফাডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মোক্তার হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ জয়দেবপুর গ্রামবাসীর সহায়তায় ওই গ্রাম থেকে মুক্তারসহ পাঁচ ডাকাতকে আটক করে। এ সময় গণপিটুনিতে চারজন আহত হয়।
আলফাডাঙ্গা থানার পুলিশের ভাষ্যমতে, রোববার রাত সাড়ে ৮টার দিকে জয়দেবপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর সহায়তায় ডাকাত মোক্তার বাহিনীর প্রধান মোক্তার হোসেনসহ পাঁচ ডাকাতকে আটক করে পুলিশ। এ সময় গ্রামবাসীর পিটুনিতে জাকির (৩২), হারুন (৪০), ইয়ারুদ (৪২) ও টাপিয়ার (২৫) আহত হন। পুলিশ জাকিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অন্য তিনজনকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদ জানান, ডাকাতসর্দার মোক্তারকে নিয়ে আজ সোমবার ভোর রাত ৪টার দিকে জয়দেবপুর গ্রামে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় মোক্তারের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে ও গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে মোক্তার নিহত হন। বন্দুকযুদ্ধে তিনিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এসআই মাহমুদ জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি শাটার গান, ১০টি শক্তিশালী বোমা ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে। নিহত মোক্তার হোসেনের বিরুদ্ধে আলফাডাঙ্গা, বোয়ালমারী, কাশিয়ানীসহ বিভিন্ন থানায় ১২টির বেশি ডাকাতির মামলা আছে।