নিজ ঘরে মা-মেয়ে খুন, জামাতা আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকার কাঁচপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে নিজ ঘরে এ হত্যাকাণ্ড হয়। ঘটনাস্থল ঘরের ভেতর থেকেই মেয়েজামাইকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার মেয়ে লাভলী ও তাঁর স্বামী কাউসার দুজনই পোশাক কারখানায় কাজ করতেন। লাভলীর মা তাঁদের সঙ্গে থাকতেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোখলেসুর রহমান জানান, স্ত্রী লাভলী পরকীয়া প্রেমে জড়িত ছিলেন-এমন সন্দেহে কাউসার তাঁদের দুজনকে খুন করে থাকতে পারেন।
পুলিশ কর্মকর্তা আরো জানান, কাঁচপুরে বিসিক শিল্প এলাকার এক নম্বর গেটের বাইরে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন লাভলী, তাঁর মা ও স্বামী কাউসার। ঘরের ভেতর বঁটি দিয়ে দুজনের গলা কেটে হত্যা করেন কাউসার। এলাকাবাসী বিষয়টি টের পেলে তাঁরা কাউসারকে ঘরের ভেতরে রেখে ঘরের দরজা বন্ধ করে দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। একই ঘর থেকে কাউসারকেও আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। পুলিশ লাশ দুটি উদ্ধার করে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।