ঢাকা বারের নির্বাচন ২৪ ও ২৫ ফেব্রুয়ারি
ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) নির্বাচন আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
আজ রোববার ঢাকা বারের ওয়েবসাইটে জানানো হয়েছে, বারের সদস্য ২০ হাজার ৩৯ জন।
বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে এখন ঢাকা বার এলাকায় উৎসবমুখর অবস্থা বিরাজ করছে। কর্মদিবসে প্রার্থী ও প্যানেলের পক্ষে তাঁদের সমর্থিত আইনজীবীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।
এ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী, ২০১৬-১৭ বর্ষের কার্যকরী পরিষদের জন্য ২৫টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি সম্পাদকীয় পদ ও ১৫টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে।