খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাতক্ষীরা সড়ক অবরোধ
খুলনা বিশ্ববিদ্যালয়ের মাহবুবুর রহমান নামে এক ছাত্রকে পরিবহন শ্রমিকরা লাঞ্ছিত করার প্রতিবাদে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
গতকাল রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পযর্ন্ত খুলনা-সাতক্ষীরা সড়কের জিরো পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে পুলিশ বাসচালক মিজানুর রহমানকে আটক করলে অবরোধ স্থগিত করেন।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার টিপু সুলতান বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান, শনিবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুবুর রহমান শাওনকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিকরা মারধর করে। পরে তাঁকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর রোববার সকালে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে গিয়ে খুলনা-সাতক্ষীরা সড়ক অবরোধ করেন। এই সময় তাঁরা টায়ারে আগুন দিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করেন।
সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় মামলা দায়েরের পর পুলিশ বাসচালক মিজানুর রহমান এবং বাসটিকে আটক করেছে। তবে চালকের সহকারী ও সুপারভাইজার পলাতক রয়েছেন।
পুলিশের পক্ষ থেকে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির আশ্বাস দেওয়া হলে দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর শিক্ষার্থীরা তাঁদের কর্মসূচি স্থগিত করেন।