চার শিশু হত্যায় পুলিশের গাফিলতি তদন্তে কমিটি
হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চার শিশু হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের গাফিলতি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে।
আজ সোমবার হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র গণমাধ্যমকে জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের কোনো গাফিলতি আছে কি না, তা দেখার জন্য অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিকে আগামী পাঁচদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসপি।
গত ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু নিখোঁজ হয়। এরপর গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মাটির নিচ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুরা হলো বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার দুই চাচাতো ভাই আবদুল আজিজের ছেলে একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আবদুল কাদিরের ছেলে সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাঈল হোসেন (১০)।
চার শিশুর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, শিশুরা নিখোঁজ হওয়ার পর পরই পুলিশকে বিষয়টি তারা অবহিত করেছিলেন। কিন্তু পুলিশ শিশুদের খোঁজে ‘কার্যকর’ কোনো পদক্ষেপ নেয়নি।
পরিবারের সদস্যদের অভিযোগ, যদি পুলিশ এ ব্যাপারে তৎপর হতো তাহলে হয়তো দুর্বৃত্তরা হত্যা করতে পারত না।