সারা দেশে শিশুহত্যা ও নির্যাতনের প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন
সারা দেশে শিশুহত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও নাট্যকর্মীরা।
আজ মঙ্গলবার দুপুরে জেলা মানবাধিকার নাট্য পরিষদের উদ্যোগে শহরের জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ চত্বরের ট্রাফিক মোড় সংলগ্ন প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য দেন জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, জেলা মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি উৎপল কুমার মন্ডল প্রমুখ। বক্তারা অবিলম্বে শিশুনির্যাতনকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন।
সিলেটে রাজন, খুলনায় রাকিব হত্যার পর সম্প্রতি রাজশাহীর পবায় জাহিদ হাসান ও ইমন আলী এবং ময়মনসিংহে শিশু সাদ্দামকে মোবাইল ফোন চুরির অভিযোগে নির্যাতন করা হয়। হবিগঞ্জের বাহুবল উপজেলায় বালুর নিচ থেকে চার শিশুর লাশ উদ্ধার করা হয়। তাদের শ্বাসরোধ করে, পাঁজরের হাড় ভেঙে হত্যা করে বালুচাপা দেওয়া হয়।