নেত্রকোনা আ. লীগের সভাপতি মতিয়র, সম্পাদক আশরাফ
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি পদে মতিয়র রহমান খান ও সাধারণ সম্পাদক পদে আশরাফ আলী খান খসরু নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে পৌর শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে সম্মেলনে সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
দীর্ঘ এক যুগ পর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিক হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে প্রধান অতিথি হিসেবে সম্মেলন কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এতে প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বক্তব্য দেন।
সম্মেলনে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ ও সংসদ সদস্য সাহারা খাতুন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম, ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রেবেকা মমিন, নেত্রকোনা দুর্গাপুর-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস, নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু বিশেষ অতিথির বক্তব্য দেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক শফি আহমেদ, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরুর পরিচালনায় সম্মেলন কার্যক্রম সমাপ্ত হয়।