সুন্দরবনের কাছে ডুবে যাওয়া কার্গো উদ্ধারকাজ শুরু
দীর্ঘ চার মাস পর মংলায় পশুর চ্যানেলে ডুবে যাওয়া কয়লাবাহী কার্গো জাহাজকে উদ্ধারের কাজ শুরু হয়েছে। আজ বুধবার ধলেশ্বরী স্যালভেজ করপোরেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান কার্গোটি উদ্ধারের জন্য কাজ করছে।
বিদেশ থেকে আমদানি করা ৫১০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ এম ভি জিয়া-রাজ গত বছরের ২৭ অক্টোবর রাতে সুন্দরবনের কাছাকাছি জয়মনির ঘোল এলাকায় ডুবে যায়।
কার্গোর মালিকপক্ষ যথাসময়ে জাহাজটি উদ্ধার না করায় বন্দর কর্তৃপক্ষ নিলামের মাধ্যমে তা উদ্ধারের সিদ্ধান্ত নেয়। পরে মংলা বন্দর কর্তৃপক্ষ জাহাজটি ‘নো-লস নো-প্রফিট’ ভিত্তিতে নিলামের মাধ্যমে উদ্ধারের নির্দেশ দেয়।
উদ্ধারকারী প্রতিষ্ঠানের মালিক তমিজ উদ্দিন সরকার জানিয়েছেন, নদীর পানির তীব্র স্রোত, ডুবন্ত স্থানে প্রচুর বালু পড়ায় এবং গাছের গুঁড়ির কারণে জাহাজটির উদ্ধারকাজ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। তবে আগামী এক মাসের মধ্যে এটিকে পুরোপুরি উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।