নারায়ণগঞ্জে ট্রলার ডুবি, ৬ শ্রমিক নিখোঁজ
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গোগনগর এলাকায় ধলেশ্বরী নদীতে আজ বুধবার দুপুরে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এতে ছয়জন নিখোঁজ রয়েছেন। তাঁরা সবাই মাটিকাটার ট্রলারের শ্রমিক।
নিখোঁজ শ্রমিকদের স্বজনদের অভিযোগ, প্রায় পাঁচ ঘণ্টা পেরোলেও ট্রলারটি উদ্ধার কার্যক্রম শুরু করেনি কর্তৃপক্ষ।
বক্তাবলী নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ধলেশ্বরীতে মুন্সীগঞ্জগামী একটি বাল্কহেডের সঙ্গে আজ দুপুরে বিপরীতগামী মাটিকাটার ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুহূর্তে মাটিকাটার ট্রলারটি ডুবে যায়। ট্রলারে ৩৫ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও ছয়জন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন নেজাম, সুজন, সুজব, তালেব, শরিফুল ও শাহিন। তাঁদের সবার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।