চার শিশু হত্যা, রিমান্ড শেষে বশির কারাগারে
হবিগঞ্জের বাহুবল উপজেলায় চার শিশু হত্যা মামলার আসামি বশিরকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার দুপুরে বশিরকে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. কাউছার আলমের আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২২ ফেব্রুয়ারি বশিরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন বিচারিক হাকিম কৌশিক আহম্মেদ খোন্দকার। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজন কারাগারে এবং হত্যাকাণ্ডের মূল হোতা আব্দুল আলী বাগালসহ দুজন পুলিশ রিমান্ডে রয়েছেন।
হবিগঞ্জ আদালতের পরিদর্শক কাজী কামাল উদ্দিন জানান, চার শিশু হত্যা মামলার আসামি বশিরকে পাঁচদিনের রিমান্ড শেষে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রামের অদূরে বালিমাটিতে পুতে রাখা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।