সভাপতিসহ ২১ পদে আওয়ামীপন্থীদের জয়
ঢাকা আইনজীবী সমিতির (২০১৬-১৭) কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি পদে আওয়ামী লীগপন্থী সাদা প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে।
আজ শনিবার ভোর ৬টায় প্রধান নির্বাচন কমিশনার মো. শাহ আলম খান আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।
সভাপতি পদে সাদা প্যানেলের সাইদুর রহমান মানিক পেয়েছেন চার হাজার ৫৩২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াতপন্থী নীল প্যানেলের প্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম পেয়েছেন তিন হাজার ৩৮৮ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের আইয়ুবুর রহমান পেয়েছেন তিন হাজার ৭২৯ ভোট। তাঁর নিকটতম নীল প্যানেলের প্রার্থী আজিজুল ইসলাম খান (বাচ্চু) পেয়েছেন তিন হাজার ৬৬৭ ভোট।
অন্যদিকে সিনিয়র সহসভাপতি, ট্রেজারার, সমাজকল্যাণ সম্পাদক, তিনটি সদস্যপদসহ মোট ছয়টি পদে জয় পেয়েছেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা।
সাদা প্যানেল থেকে সহসভাপতি পদে আবু বারেক ফরহাদ, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে আবদুস সালাম খান, সহসাধারণ সম্পাদক পদে মো. শাহাদাত হোসেন ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক পদে আলী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক পদে লাকী আক্তার ফ্লোরা, দপ্তর সম্পাদক পদে আবদুল হাই মামুন এবং খেলাধুলা সম্পাদক পদে মো. বাহারুল আলম বাহার নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে নীল প্যানেল বিএনপিপন্থীর মধ্যে সিনিয়র সহসভাপতি পদে আফরোজ বেগম শেলী, ট্রেজারার পদে আবু বকর সিদ্দিকী ও সমাজকল্যাণ সম্পাদক পদে শাফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ১৫টি সদস্যপদের মধ্যে সাদা প্যানেল থেকে ১২ জন ও নীল প্যানেল থেকে তিনজন নির্বাচিত হয়েছেন।
সদস্যপদে সাদা প্যানেলের নির্বাচিত প্রার্থীরা হলেন : অ্যাডভোকেট আমিনুল আহসান মাসুম, ইমারত হোসেন বাচ্চু, হাজেরা বেগম আজরা, মোহাম্মাদ আবু সাঈদ সিদ্দিক টিপু, নাসিম জাহান রুবি, নুরজাহান আক্তার পারভীন, মরিয়ম বেগম তুলি, সাহিদা পারভীন নদী, মো. বিল্লাল হোসেন লিজন, নুরুল ইসলাম তালুকদার, তাইবুর রহমান তুহিন ও মোহাম্মাদ নুর হোসেইন।
সদস্যপদে নীল প্যানেলে বিজয়ী প্রার্থীরা হলেন অ্যাডভোকেট আজমেরী আহমেদ চৈতি, মো. আবদুল মোমেন খান মামুন ও মোহাম্মাদ রোকনুজ্জামান সুজা।
এবার মোট ১৫ হাজার ৫০ জন আইনজীবীর মধ্যে আট হাজার ১৩৪ জন ভোট দিয়েছেন।
গত ২৪-২৫ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী ভোট অনুষ্ঠিত হয়।