দুই ভাই হত্যা : সৎমা ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় দুই সহোদর শিশুকে হত্যার ঘটনায় সৎমা ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে শিশুদের বাবা আবুল কালাম বাদী হয়ে তাঁর প্রথম পক্ষের স্ত্রী রোকেয়া বেগম ও ছেলে ছোটনের বিরুদ্ধে এ মামলা করেন।
আজ রোববার সকালে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ রসুলপুর এলাকার আবুল কালামের বাড়িতে দুই শিশুকে আটকে রাখা হয়েছে বলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে জয় ও মনির মৃতদেহ উদ্ধার করে। তাদের গলায় আঙুলের ছাপ দেখা যায়। পুলিশের ধারণা, শিশুদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
পারিবারিক কলহের জেরে তাঁর প্রথম স্ত্রী ও ছেলে এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি নিহত শিশুদের বাবা আবুল কালামের।
স্থানীয়রা জানায়, আবুল কালামের দুই স্ত্রীর সন্তান সংখ্যা চার। নিহত জয় ও মনি কালামের দ্বিতীয় স্ত্রীর সন্তান। কিছুদিন ধরে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দুই সংসারের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ চলছিল। এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।