‘আমরা সালাহ উদ্দিনকে খুঁজে বেড়াচ্ছি’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা তাঁকে খুঁজে বেড়াচ্ছি। যদি কোনোখানে আত্মগোপনে থাকেন, তবে আশা করি, তাঁকে ধরতে পারব।’
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিউট আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সালাহ উদ্দিন আহমেদ আত্মগোপনে আছেন—এমন কোনো তথ্য সরকারের কাছে আছে কি না, এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি আগে থেকেই আত্মগোপনে আছেন। আড়ালে আবডালে থেকে তিনি তালেবানি কায়দায় মেসেজ (বার্তা) পাঠাতেন। আমরা তাঁকে আগে থেকেই খুঁজছিলাম। কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। আমাদের গোয়েন্দা বাহিনী তৎপর রয়েছে।’
বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরত আনা প্রসঙ্গে আসাদুজ্জামান খাঁন সাংবাদিকদের বলেন, ‘অনেক দেশই মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তদের সহজে ফেরত দিতে চায় না। বঙ্গবন্ধুর কয়েকজন খুনির অবস্থান জানা হয়েছে। সবাইকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।’
নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাত খুনের প্রধান আসামি নূর হোসেন ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘নূর হোসেনের ব্যাপারে আইনি জটিলতা প্রায় শেষ হয়েছে। খুব শিগগিরই তাঁকে বাংলাদেশের কাছে বুঝিয়ে দেওয়া হবে। তাঁকে নিয়ে আসার জন্য বাংলাদেশ তৈরি আছে।’
এর আগে কৃষিবিদ ইনস্টিটিউটের আলোচনা সভায় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করার জন্য কৃষিবিদদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ।
রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমেদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় ১০ মার্চ—এমন অভিযোগ করে থানা পুলিশের পাশাপাশি উচ্চ আদালতে যান সালাহ উদ্দিনের পরিবার। রোববারের মধ্যে তাঁর ব্যাপারে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। তবে এখনো তাঁর কোনো সন্ধান দিতে পারেনি সরকার।