প্রধানমন্ত্রীর সাহায্য চাইবে সালাহ উদ্দিনের পরিবার
বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমেদকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক আবেদন করবেন তাঁর স্ত্রী হাসিনা আহমেদ। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দারের নেতৃত্বে চার সদস্যের শিক্ষক প্রতিনিধিদল সহমর্মিতা জানাতে গেলে তিনি এ কথা সাংবাদিকদের জানান।
হাসিনা আহমেদ বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে, সবার কাছে আকুল আবেদন করছি, রাজনীতির দিক বিবেচনা না করে, শুধু আমার স্বামীকে আমাকে ফিরিয়ে দেওয়া হোক। আমার এইটাই আবেদন। তিনি যদি কোনো অন্যায় করেন, তাঁকে আদালতে হাজির করুন, জনসম্মুখে হাজির করুন। আমরা কী মানসিক অস্থিরতার ভিতরে আছি, এইটা শুধু আমি জানি, আমার বাচ্চারা জানে।’
‘স্বামীকে খুঁজে পাওয়ার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী অসহযোগিতা করছে’ -এমন অভিযোগ করে হাসিনা আহমেদ বলেন, ‘নিখোঁজ হওয়ার আট দিনের মধ্যে মাত্র একদিন পুলিশের একজন উপপরিদর্শক আমাদের সাথে দেখা করেছেন।’
অধ্যাপক ইউসুফ হায়দার দ্রুততম সময়ে সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।