অভিযোগ গঠন পিছিয়ে ৩১ মার্চ
আগামী ৩১ মার্চ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। সব আসামিকে আদালতে হাজির না করায় অভিযোগ গঠনের পরবর্তী এ তারিখ ধার্য করেন আদালত।
আজ সোমবার দুপুরে হবিগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক জেলা জজ মো. আতাবুল্লাহ এ আদেশ দেন। সে সঙ্গে বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ পলাতক ১০ আসামির মালামাল ক্রোকের নির্দেশ দেন।
হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিরাজুল হক চৌধুরী জানান, আজ সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে থাকা হুজি নেতা মুফতি হান্নানসহ ১১ আসামিকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আট আসামিও আদালতে হাজিরা দেন। কিন্তু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের মেয়র জি কে গউছকে হাজির করা হয়নি। যে কারণে মামলার অভিযোগ গঠন করেননি আদালত।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ পাঁচজন। এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।